Monday 15 September 2014

Live Wellpaper Android



আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য দারুন একটি Live Wallpaper

এই Live Wallpaper টি আপনার মোবাইলকে দারুন ও আকর্ষনীয় করে তুলবে। Live Wallpaper দ্বারা আপনার মোবাইল স্ক্রীন এ কিছু মানুষ এবং নৌকা ভেসে বেড়াবে। দেখতে অনেক সুন্দর লাগবে মনে হবে বাস্তবে আপনার মোবাইলে মানুষ এবং নৌকা ভেসে যাচ্ছে , তাই আর দেরি না করে এখুনি ডাউনলোড করে ফেলুন আপনার প্রিয় এনড্রয়েড মোবাইল ফোন এর জন্য ।

ডাউনলোড করতে- এখান থেকে

Android Anti-virus 


এবার আপনার Android ফোনের ভাইরাস দূর করুন ছোট একটি আপ্লিকেশন দিয়ে। কাথা আর না বাড়িয়ে কাজের কথায় আসি।

প্রথমে এই ছোট আপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

App Name- D. Wep

App size- 1.6 MB

App Download Dr.Web Anti-Virus Life License v7.00.2.apk - 1.4 MB

এবার ওপেন করুন।
এবার স্ক্যানিং করে নিতে পারেন আপনার SD Card.

আমিও আপ্লিকেশনটি ব্যবহার করি, অনেক ভালো আপ্লিকেশন।

আপনিও ব্যবহার করুন ভালো লাগবে।

Al Quran Android Application



আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।

আমি মুসলিম এবং আমি জানি আপনারা অনেকে মুসলমান। আর আমরা অনেকে Android ফোন ব্যবহার করি।
আচ্ছা এমন যদি হত যে আমাদের ফোনের কোরআন শরীফ থাকত। হে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো এমন তিনটা এপ্লিকেশন এর সাথে।

যার মধ্যে আপনি পাবেন বাংলা, ইংরেজি, আরবি তিন ভাষায় কোরআন শরীফ আছে।

Al Quran Arabic

App Size - 2.6 MB

Download - Al Quran Arabic



The Holy Quran English

App Size - 2.8 MB

Download - The Holy Quran English


Al Quran Bangla - Arabic

App Size -3 MB

Download - Al Quran Bangla - Arabic

Sunday 14 September 2014

Pc তে নেট চালান Android দিয়ে



আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

বর্তমানে বাজারে স্বল্প মুল্যে symhony ও walton এর android স্মার্ট ফোন পাওয়া যায়।

স্মার্ট ফোনের অনেক সুবিধার মধ্যে একটি হচ্ছে apps ইউজ করার সুবিধা। আমরা সবাই কম্পিউটার এ ইন্টারনেট ব্যাবহার করি, কেউ ব্লুটুথ দিয়ে কেউ আবার মডেম দিয়ে, আজ আমি আপনাদের দেখাবে কিভাবে ব্লুটুথ/মডেম ছাড়া অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো যায় তার নিয়ম, তাহলে আসুন নিয়ম টা শিখে নিই।

প্রথমে কেবল দিয়ে অ্যান্ড্রয়েড ফোন কে কম্পিউটার এর সাথে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে নিন। তারপর নিচের নিয়মগুলো ভাল করে অনুসরণ করি।


১। প্রথমে Media Device (MTP) এখানে টিক চিহ্ন দিন।



২। তারপর Settings>>Developer options> USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করুন।



৩। এবার Settings>Wireless & Networks>Tethering & portable hotspot গিয়ে USB tethering টিক চিহ্ন দিয়ে দিন উপরের মত করে।


আর হ্যাঁ একটি কথা আপনার সিমে কিন্তু মেগাবাইট থাকতে হবে না হলে কিন্তু হবে না।

ব্যাস হয়ে গেল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ, এবার ইচ্ছামত ইন্টারনেট ব্যবহার করুন কম্পিউটারে।

Android থেকে পিসিতে File শেয়ার করুন



আশা করি সবাই ভালো আছেন। হেড লাইন দেখে বুজতে পেরেছেন আজ আমি কি নিয়ে কথা বলবো।

SHAREit PC By androidsitebd.blogspot.com.rar - 3.6 MB

1Tap Cleaner Pro By androidsitebd.blogspot.com.apk - 1.7 MB

কাজের ধারাঃ
ল্যাপটপ এর জন্য ব্যবহার নিয়মঃ
প্রথমে ডাউনলোড করে চালু করুন তাহলে নিচের মত দেখা যাবে।


আমি জানি আপনাদেরকে আর কিছু বলতে হবে না। কারন শেয়ার ইট ব্যবহার করে না এমন কাউকে পাওয়া যাবে না।


তারপর ও না বুঝতে পারলে স্কিনসর্ট এ দেখেন।


তাহলে এবার উপভোগ করুন।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ

Saturday 13 September 2014

আপনার Android ফোন হয়ে যাবে windows xp



প্রথমে এপ্লিকেশন ডাউনলোড করে নিন । এখান থেকে

Name- XP Mod By androidsitebd.blogspot.com.apk

size-1.6 MB

এবার বুঝে নিন windows xp এর মজা।

এবার Android ফোন রুট করুন খুভ সহজে


প্রথমে FrameRoot নামের অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Framaroot-1.5.3.apk - 2.0 MB

এবার এপ্লিকেশন ইন্সটল করে নিন।


ইন্সটল হয়ে গেলে ওপেন করুন।

এবার প্রথম বক্স থেকে Install SuperSu সিলেক্ট করুন তারপর (Frodo, Sam or Aragorn) তিনটা অপশন এর যে কোন একটা সিলেক্ট করুন। ব্যস কাজ শেষ।

এবার successful লেখা আসলে হয়ে গেল আপনার ফোন রুট।

সর্বশেষ ফোন reboot করুন।

Symphony Xplorer W21 (3G)



Symphony Xplorer W21 (3G) - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 4" TFT WVGA

- Processor: 1.3GHz Dual Core

- GPU: Mali 400

- Resolution: 800*480

- Battery: 1350 mAh Li-ion

- Camera: 1.3 MP + 0.3 MP

- Dimension: 126.8 x 65 x 10 mm cube

- Memory: 256MB RAM & 512MB ROM

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Sensors: G-sensor, Accelerometer sensor

- Release Date: Yet to be announced


Price in Bangladesh: Yet to be announced

Image credit: symphony-mobile.com

Symphony Xplorer W15i (3G)



Symphony Xplorer W15i (3G) - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 3.5” TFT HVGA

- Resolution: 320*480

- Processor: 1.3 GHz Dual Core

- GPU: Mali 400

- Battery: 1200 mAh Li-ion

- Memory: 256MB RAM & 512MB ROM

- Dimension: 118.6 x 62.2 x 10.3 mm cube

- Camera: 1.3 MP + 0.3MP

- Sensors: G-sensor, Accelerometer sensor

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Release Date: Yet to be announced


Price in Bangladesh: Yet to be announced

Image credit: symphony-mobile.com

Symphony Xplorer W19



Symphony Xplorer W19 - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Resolution: 320*480

- Processor: 1GHz Single Core

- GPU: Mali 400

- Battery: 1400 mAh Li-ion

- Display: 3.5" TFT HVGA

- Camera: 2 MP + 0.3 MP

- Dimension: 113.45 x 60.5 x 12.4 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Memory: 512MB RAM & 4GB ROM

- Sensors: G-sensor, Accelerometer sensor

- Release Date: Yet to be announced


Price in Bangladesh: Yet to be announced

Image credit: symphony-mobile.com

Symphony Xplorer W94




Symphony Xplorer W94 - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 4.5" IPS FWVGA

- Resolution: 854*480

- Processor: 1.3GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 1650 mAh Li-ion

- Camera: 8 MP + 2 MP

- Memory: 1GB RAM & 8GB ROM

- Dimension: 134 x 65 x 8.2 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Sensors: G-sensor, Accelerometer sensor, Proximity Sensor

- Release Date: Yet to be announced

Price in Bangladesh: Yet to be announced
Image credit: symphony-mobile.com

Symphony Xplorer W75



Symphony Xplorer W75 - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 4.5" IPS FWVGA

- Resolution: 854*480

- Processor: 1.3GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 1550 mAh Li-ion

- Camera: 5 MP + 2 MP

- Memory: 1GB RAM & 8GB ROM

- Dimension: 133.4 x 66.4 x 9.3 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Sensors: G-sensor, Accelerometer sensor, Proximity Sensor, Light Sensor

- Release Date: Yet to be announced


Price in Bangladesh: Yet to be announced
Image credit: symphony-mobile.com

Symphony Xplorer H50


Symphony Xplorer H50 - Full Specification

- Operating System: Android 4.4.2 Kitkat

- Display: 5" IPS HD

- Resolution: 1280*720

- Processor: 1.3 GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 2000 mAh Li-ion

- Camera: 8 MP + 2 MP

- Memory: 1GB RAM & 8GB ROM

- Dimension: 145 x 72.8 x 8.4 mm cube

- Connectivity: 3G, EDGE, WiFi, Bluetooth, USB

- Sensors: G-sensor, Light Sensor, Proximity Sensor, Magnetic Sensor

- Release Date: Yet to be announced

Price in Bangladesh: Yet to be announced

Image credit: symphony-mobile.com

Friday 12 September 2014

What is Android Phone



অ্যান্ড্রয়েড ফোন কি?

অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে একটি জনপ্রিয় মুঠোফোন। যা এখন প্রায় বেশির ভাগ মানুষের হাতে দেখা যায় । সকল ফোন এর মতো এর কিছু সুবিধা রয়েছে। আর এর জনপ্রিয়তা পাওয়ার সব ছাইতে বড় কারন হচ্ছে এর প্রোগ্রাম খুভ সহজ। এবং খুভ সহজে বুজা যায়।

অ্যান্ড্রয়েড ফোনের প্রকারভেদ?

অ্যান্ড্রয়েড ফোনকে ভার্সন অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। ১। অ্যান্ড্রয়েড ২.৩ আইসক্রিম সেন্ডুইছ, ২। অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, ৩। অ্যান্ড্রয়েড৪.৪ কিটকাট।

অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা অনেক সুন্দর। এবং ক্যামেরার মেগা পিক্সেল ভাল হওয়ায় খুভ ভালো মানের ছবি তোলা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোনের অন্যান্য ধারনা?

অ্যান্ড্রয়েড ফোনে র্যাম রয়েছে। এবং এতে র্যাম ভালো হয়ায় নেটে ব্রাউজিং, গেইম খেলা, ভিডিও দেখা অডিও শুনা যায় খুভ ভালো ভাবে। অ্যান্ড্রয়েড ফোনের গেইম, আপ্লিকেশন থেকে সব কিছু গুগল প্লে স্টোর থেকে নেয়া যায়।

অ্যান্ড্রয়েড ফোনের দাম?

অ্যান্ড্রয়েড ফোনের দাম তেমন বেশি না। অন্যান্য ফোন গুলু থেকে এর দাম অনেক কম। ৪০০০ (চার হাজার) টাকা থেকে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়।