Friday 12 September 2014

What is Android Phone



অ্যান্ড্রয়েড ফোন কি?

অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে একটি জনপ্রিয় মুঠোফোন। যা এখন প্রায় বেশির ভাগ মানুষের হাতে দেখা যায় । সকল ফোন এর মতো এর কিছু সুবিধা রয়েছে। আর এর জনপ্রিয়তা পাওয়ার সব ছাইতে বড় কারন হচ্ছে এর প্রোগ্রাম খুভ সহজ। এবং খুভ সহজে বুজা যায়।

অ্যান্ড্রয়েড ফোনের প্রকারভেদ?

অ্যান্ড্রয়েড ফোনকে ভার্সন অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। ১। অ্যান্ড্রয়েড ২.৩ আইসক্রিম সেন্ডুইছ, ২। অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, ৩। অ্যান্ড্রয়েড৪.৪ কিটকাট।

অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা অনেক সুন্দর। এবং ক্যামেরার মেগা পিক্সেল ভাল হওয়ায় খুভ ভালো মানের ছবি তোলা সম্ভব।

অ্যান্ড্রয়েড ফোনের অন্যান্য ধারনা?

অ্যান্ড্রয়েড ফোনে র্যাম রয়েছে। এবং এতে র্যাম ভালো হয়ায় নেটে ব্রাউজিং, গেইম খেলা, ভিডিও দেখা অডিও শুনা যায় খুভ ভালো ভাবে। অ্যান্ড্রয়েড ফোনের গেইম, আপ্লিকেশন থেকে সব কিছু গুগল প্লে স্টোর থেকে নেয়া যায়।

অ্যান্ড্রয়েড ফোনের দাম?

অ্যান্ড্রয়েড ফোনের দাম তেমন বেশি না। অন্যান্য ফোন গুলু থেকে এর দাম অনেক কম। ৪০০০ (চার হাজার) টাকা থেকে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়।

No comments:

Post a Comment