Monday 8 June 2015

Samsung Z1 number one smartphone of Bangladesh

২০১৫ এর প্রথম তিন মাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
স্যামসাং জেড১ বাংলাদেশের স্মার্টফোনের এক নম্বর
মডেল হিসাবে নির্বাচিত। টাইজেন চালিত জেড১ নিয়ে
স্যামসাং আবারও বাংলাদেশের বাজার জয় করেছে।
বাজার গবেষণা বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এ তথ্য
দিয়েছে। যদিও এখনো বাংলাদেশের স্মার্টফোন বাজারে
এক নম্বর আসনটি দখল করে আছে সিম্ফনী । ২০১৫ এর শুরুর তিন
মাসে মোট বিক্রিত মোবাইল ফোনের ৩৬.৬% এবং বিক্রিত
মোট স্মার্টফোনের ৩৮% সিম্ফনী বিক্রয় করেছে। কিন্তু
তারপরেও স্যামসাং এর জেড১ বাংলাদেশের শীর্ষ
স্মার্টফোন মডেল হিসেবে নির্বাচিত হয়েছে। বিষয়টি
সত্যিই দৃষ্টি কাড়ার মতো কারণ সিম্ফনী স্মার্টফোন বিক্রি
হয় কমবেশি ৪০০০ থেকে ৫০০০ টাকায় অন্যদিকে স্যামসাং
এর জেড১ এর মূল্য ৬৯০০ টাকা।
স্যামসাং ইন্ডিয়া এ সম্পাহের শুরুতে জানিয়েছে যে, এ
পর্যন্ত ইন্ডিয়ায় টাইজেন ওএস চালানো জেড১ ফোন সেটটি
বিক্রি হয়েছে ৫ লাখ। অবশ্য উচ্চ প্রযুক্তির গ্যালাক্সি এস৬
বিক্রি যেখানে ১০ মিলিয়নের বেশি সেখানে ৫ লাখ কোন
বড় অংকের সংখ্যা নয়।
বাংলাদেশের প্রেক্ষিতে এ বছর প্রথম কোয়ার্টারে
স্যামসাং বিক্রি করেছে মোট ফোনের শতকরা ৭.২ ভাগ এবং
স্মার্টফোন বিক্রিয়ের পরিমাণ ছিল শতকরা ২৩.৪ ভাগ। ফলে
এই কোরীয় ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশের
ফোনের বাজারের ২য় স্থান দখল করেছে। এতোদিন মানুষের
ধারণা ছিল যে, সবচেয়ে কম মূল্যের ফোনই বাজারে বেশি
বিক্রি হয় তবে স্যামসাং তার জেড১ বিক্রির সংখ্যা দিয়ে
সে ধারণাকে ভুল প্রমানিত করেছে।

সনি আগামী মাসে বাজারে আনছে লেভেন্ডার নামের একটি ফোন




সনি নতুন একটি হ্যান্ডসেট বাজারে আনছে। সনি ল্যাভেন্ডার
নামের এই ফোনের সামনের ও পেছনের দুটি ক্যামেরাই হবে
১৩ মেগা পিক্সেল। ক্যামেরায় আরো থাকবে এলইডি ফ্ল্যাশ
এবং সনির নিজস্ব আইএমএক্স২১৪ সেন্সর। বর্তমান বিশ্বের
সেলফি-পাগল মোবাইলফোন ব্যবহারকারীদের কাছে এ ফোন
যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে সনির ঘনিষ্ঠজনেরা জানাচ্ছে
যে, এখন ফোনটি প্রস্তুত করা হচ্ছে এবং তা আগামী মাসেই
বিভিন্ন বাজারে পাওয়া যাবে। যে কোন সময়ে হবে সনি
ল্যাভেন্ডারের অবমুক্তি ঘোষণা করা হবে। যদিও ফোনটি
সম্পর্কে হাওয়ায় এ জাতীয় নানান তথ্য ভাসে বেড়াচ্ছে, তবে
এখনো সনি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলে নি।
লেভেন্ডারের স্ক্রীনের আকার হবে ৫.৫ ইঞ্চির চেয়ে বড়, এর
রেজ্যুলুশন হবে ১০৮০ * ১৯২০। এটি চালাবে ৬৪-বিটের
মিডিয়াটেক এমটি৬৭৫২ এসওসি। এই চিপসেটে আছে একটি
অক্টা-কোর ১.৭ গিগাহার্টজ সিপিইউ এবং মালি-টি৭৬০
জিপিইউ। ফোনটিতে নাকি আছে ২ গিগাবাইট র্যাম।
অ্যান্ড্রয়েড ৫.০ সংযুক্ত সনি লেভেন্ডারের ডুয়েল সিম
সংস্করণও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে।
ফোনটির মডেল নম্বর হবে ই৫৫০৩। প্রস্তুতকারী প্রতিষ্ঠান
সনি ফোনটির মূল্য মধ্য থেকে শুরু করে উচ্চ মূল্য সীমার মধ্যেই
সীমাবদ্ধ রাখাবে এমনইটাই আশা করা হচ্ছে ।

ভক্তদের তুষ্ট করতে গ্রীষ্ম শেষে আসছে সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস



যখন জানা গেল এক্সপেরিয়া জেড৪ শুধুমাত্র জাপানেই
বিক্রি হবে তখন সনি মোবাইলফোন ভক্তরা ভীষণ রকম হতাশ
হয়েছিলেন। তবে গতকাল সকালে সনির ঘোষণা ভক্তদের
মনের ক্ষোভ অনেকাংশে লাঘব করল। কারণ ঘোষণায়
জাপানের বিখ্যাত প্রযুক্তিপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি
জানিয়েছে যে, সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস সারা
পৃথিবীর বাজারেই পাওয়া যাবে। নতুন মডেলের এই ফোনটি
অনেক দিক থেকেই সনি এক্সপেরিয়া জেড৩ এর মতোই,
বিশেষ করে এর ৫.২ ইঞ্চি, ১০৮০ * ১৯২০ রেজ্যুলুশনের স্ক্রীন।
এক্সপেরিয়া জেড৩ প্লাসে শক্তি সরবরাহ করছে ৬৪-বিটের
স্নাপড্রাগন ৮১০ এসওসি, এতে আছে একটি অক্টা-কোর
সিপিইউ এবং অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ। এতে আরো আছে
৩গিগাবাইট র্যাম, এর পেছনভাগের ক্যামেরাটি ২০.৭ মেগা
পিক্সেল, ঠিক যেমনটি ছিল এক্সপেরিয়া জেড৩ ফোনটিতে।
নতুন ফোনটিতে এখনো কোন ওআইএস সংযুক্ত হয়নি। তবে এর
সামনের ক্যামেরাটি আগের মডেল থেকে উন্নত হয়েছে, ২
মেগা পিক্সেল থেকে হয়েছে ৫ মেগা পিক্সেল যা ভালো
মানের সেলফি তোলার জন্য সহায়ক হবে। তবে ব্যাটারীর
ক্ষমতা কমানো হয়েছে, ৩১০০ থেকে কমিয়ে এবার ব্যবহার
করা হয়েছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।
ফোনের পুরুত্ব ৭.৩ মিমি থেকে কমিয়ে ৬.৯মিমি করার জন্যেই
এমনটি করা হয়েছে।
ধূলা ও পানিরোধী নতুন ফোনটিতে আছে আইপি ৬৫/৬৮
রেটিং। অর্থাৎ ফোনটিকে ৩ মিটার বা ৯.৮ ফুট পানির নীচে
ডুবিয়ে রাখলেও তাতে পানি প্রবেশ করবে না এবং ফোনটি
সচল থাকবে।
আশা করা হচ্ছে সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস এ গ্রীষ্মের
শেষ ভাগে গ্রাহকের হাতে পৌঁছাবে। অবশ্য মূল্যটি কত হবে
তা এখনো জানা যায় নি।হয়তো জেড৩ অবমুক্ত হলে যেমন
দামে পাওয়া গেছে এ ফোনটির দামও তার কাছা কাছি কিছু
একটু হবে। কারণ হিসেবে বলা যায় এ নতুন ফোনটি আসছে সনি
ভক্তদের তুষ্টির জন্যে।

Samsung Galaxy Tab S2 (গ্যালাক্সি ট্যাব এস২-এর কেসের ছবি প্রকাশিত!)



স্যামসাং এর সবচেয়ে নামকরা ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব
এস এর পরবর্তী সংস্করণ হিসেবে এরই মধ্যে গ্যালাক্সি ট্যাব
এস২ নাম শোনা যাচ্ছে। শুরু থেকেই এই ট্যাবলেটের বিষয়ে
গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আর সেই
আগ্রহকে আরো বেশি উসকে দিচ্ছে প্রতিনিয়ত ডিভাইসটি
সম্পর্কে প্রকাশিত নানা ধরণের গুজব। তবে এবার শুধু শোনা
নয়, গ্যালাক্সি এস২ এর কেসেরও অসমর্থিত ছবিও দেখা
যাচ্ছে। সেই ছবি থেকে অনুমিত হচ্ছে যে, নতুন ট্যাবলেটটি
অনেকটাই গ্যালাক্সি এস৬ এর ডিজাইনের মতোই হবে।
কেস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির দেয়া তথ্য থেকে ধারণা
করা হচ্ছে গ্যালাক্সি ট্যাব এস২ এর পেছনের কাভারটিও হবে
বিশেষ মানের। প্রাপ্ত ছবিতে ২ টি ভিন্ন আকারের কেসের
তথ্য পাওয়া গেছে। বড় কাভারের আকার হবে লম্বায় ৯.৭
ইঞ্চি, ছোটটি হবে ৮ ইঞ্চি আকারের। এ থেকে মনে হচ্ছে
দু’টি ভিন্ন আকারের ট্যাব বাজারে ছাড়বে স্যামসাং।
আশা করা হচ্ছে আগামী জুন নাগাদ এ ট্যাবলেটটি গ্রাহকের
হাতের নাগালে চলে আসবে। এস২-এ ১৫৩৬ * ২০৪৮ পিক্সেল
রেজ্যুলুশনের ডিসপ্লে থাকবে। স্যামসাং এর নিজেদের
তৈরি এক্সিনস চিপসেট এতে ব্যবহার করা হবে যার সাথে
থাকবে একটি অক্টা-কোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম ও ৩২
গিগাবাইট স্টোরেজ ক্ষমতা। ট্যাবলেটটিতে চলবে
অ্যান্ডয়েড ৫.০২ ললিপপ।

আসুস নিয়ে আসছে নতুন ফোন জেনফোন সেলফি



সম্প্রতি তাইওয়ানের তাইপের কম্পিউটেক্সে আসুস তাদের
নতুন স্মার্টফোন জেনফোন সেলফি’র ঘোষণা দিয়েছে।
আসুসের এর আগের স্মার্টফোন জেনফোন ২ তে বেশ কিছু
সীমাবদ্ধতা ছিল। তবে গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য
নির্ধারণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি সুলভ ফ্ল্যাগশীপ
জেনফোন সেলফি নিয়ে আবারো বাজারে আসছে।
আসুসের জেনফোন সেলফি ঠিক এইচটিসি’র ডিজায়ার আই এর
অনুরূপ বলে খবরে প্রকাশ পেয়েছে। এইচটিসি যেমন একটি ১৩
মেগা পিক্সেল ক্যামেরা যোগ করে তাদের আগের
স্মার্টফোন ওয়ান এম৮ কে নতুন নাম দিয়ে বাজারে এনেছিল
ঠিক তেমনটিই করছে আসুস। জেনফোন সেলফিও আসুসের নতুন
কোন বিশেষ ফোন নয়, এটি মূলতঃ বিশেষ ক্যামেরা সংযুক্ত
তাদের পূর্ববর্তী ফোন - জেনফোন২। জেনফোন সেলফির
বৈশিষ্ট্য উল্লেখিত নথিতে দেখা যায় ফোনটি চালাবে
একটি কোয়াড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৬১৫। এর র্যাম
কতো হবে তা স্পষ্ট করে জানা না গেলেও এ ফোন যে
একজোড়া ১৩ মেগাপিক্সেল ১/৩.২ ইঞ্চি তোশিবা ক্যামেরা
নিয়ে আসছে তা নিশ্চিত। জেনফোন সেলফি তে আছে ৫.৫
ইঞ্চি ১০৮০ রেজ্যুলুশনের আইপিএস এলসিডি স্ক্রিন ও
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০।
জেনফোন সেলফি আসবে ৭টি ভিন্ন ভিন্ন রঙে। এ রঙগুলি হল
সাদা, গোলাপি, নীল এবং ধাতব কাল, লাল, সোনালী ও ধূসর।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসুস তার জেনফোন সেলফি
শুধুমাত্র এশিয়ার বাজারের জন্যই প্রস্তুত করছে। কিন্তু
আসুসের নিজ দেশ তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী এইচটিসি
যেহেতু তার ডিজায়ার আই নিয়ে আমেরিকার গ্রাহকদের
কাছেও গিয়েছিল তাই সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা করতে
হলে আসুসকেও তাদের বাজারের পরিসর বাড়াতে হবে।

আসুস ঘোষণা করল জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাড ট্যাবলেট

সম্প্রতি তাইপে’র কম্পিউটেক্সে যে শুধ জেনফোন সেলফি’র ই
ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আসুস একসাথে তাদের
নতুন জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাডের
ট্যাবলেটেরও ঘোষণা দিয়েছে।
জেনওয়াচ ২ : দু’টি ভিন্ন আকারে আসছে এই জেনওয়াচ২ - ৩৭
মিমি ও ৪১ মিমি আকারের ঘড়ি দুটিতে থাকবে যথাক্রমে ১৮
মিমি ও ২২ মিমি আকারের স্ট্র্যাপ। তিনটি রঙে স্টেইনলেস
স্টিল ফিনিশে পাওয়া যাবে এ ঘড়ি। এর মধ্যে আছে রুপালি,
গান মেটাল ও গোলাপ আভাসমৃদ্ধ সোনালী রঙ। ঘড়ির
ব্যান্ডের উপাদান ও রঙে আছে নানান বৈচিত্র্য। রাবারের
তৈরি ব্যান্ড পাওয়া যাবে নীল, কমলা, লাল এবং হালকা
বাদামী রঙে। আর চামড়ার ব্যান্ডের রঙ হবে খাকি, খয়েরী,
ধূসর, নীল ও কমলা। শুধু তাই নয়, এর সাথে আছে স্টেইনলেস
স্টিল এর ব্রেসলেট। এই ব্রেসলেটেও পাওয়া যাবে রুপালি,
গান মেটাল এবং গোলাপ আভার সোনালী রঙে। আরো
আরেকটি ধরণের ব্যান্ড থাকবে এই ঘড়িতে- চামড়ার স্ট্র্যাপে
থাকবে হীরক ও সারোভস্কি ক্রিস্টাল।
জেনওয়াচ ২ আরো অনেক না জানা বৈশিষ্ট্যের পাশাপাশি
এর চার্জার হচ্ছে ম্যাগনেটিক যা অনেকক্ষণ বেশি সময়
চার্জ ধরে রাখতে পারবে।
জেনপ্যাড : এছাড়াও আসছে আসুসের ৪টি জেনপ্যাড
ট্যাবলেট।৭ ইঞ্চি আকারের জেনপ্যাড৭, ৮ইঞ্চি আকারের
জেনপ্যাড৮ ও জেড স্টাইলাস বিকল্পসহ জেনপ্যাড এস ৮.০
এবং কিবোর্ডের বিকল্পসহ ১০ ইঞ্চি আকারের
জেনপ্যাড১০.১। আসুস ৪টি প্যাডের কথা উল্লেখ করলেও
কেবলমাত্র জেনপ্যাড এস ৮.০ এর বিস্তারিত বর্ণনা করেছে।
জেনপ্যাড এস ৮.০ একটি ৮ ইঞ্চি আকারের ২০৪৮ * ১৫৩৬
রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লের ট্যাবলেট। এতে আছে ৬৪-
বিটের ইন্টেল অ্যাটম জেড৩৫৮০ প্রোসেসর এবং ৪ গিগাবাইট
র্যাম। একে ধাতব রঙে রাঙান হয়েছে যার প্রান্ত ঘিরে আছে
একটি উজ্জ্বল রুপালি লাইন। ট্যাবলটটি ৬.৬মিমি পুরু এবং এর
ওজন ২৯৮ গ্রাম। জেনপ্যাড এস ৮.০ চাইলে জেড স্টাইলাস
বিকল্পসহযোগেও পাওয়া যেতে পারে যাতে আছে ১০২৪
স্তরের চাপ স্পর্শকাতরতা এবং ১.২ মিমি রাইটিং টিপ।
তবে উক্ত সম্মেলনে ঘড়ি বা ট্যাবলেটের দাম সম্পর্কে আসুস
কোন তথ্য উপস্থাপন করে নি।

Symphony Xplorer V50

Symphony Xplorer V50 - Full Specification
- Operating System: Android 4.4.2 KitKat
- Display: 4.7" TN FWVGA
- Resolution: 480*854
- Processor: 1.2 GHz Quad Core
- GPU: Mali 400
- Battery: 1800 mAh Li-ion
- Camera: 5 MP + 0.3 MP
- Memory: 512MB RAM & 4GB ROM
- Expandable Memory: Support up to 32 GB
- Dimension: 135 x 69 x 10.3 mm cube
- Connectivity: 3G, WiFi, Bluetooth, USB
- Sensors: Accelerometer(3D), Light Sensor, Proximity Sensor, G-
sensor, GPS, AGPS
- Release Date: Yet to be announced

Price in Bangladesh: Yet to be announced

Thursday 16 April 2015

Download JBED Emulator For Android


Name:Hotstar

Size:19.13MB

File:APK

Download : Click Hear

Download matha nosto (মাথা নষ্ট ) Bangla games for android


Name:mathe nosto (মাথা নষ্ট )

Size:1.19MB

File:APK

Download : Click Hear

Download Rikshaw driving in Dhaka Android game only 5.30 mb


Name:Rikshaw driving in Dhaka

File:APK

Size:5.30MB

Download : Click Hear

Download Hotstar For Android

Name:Hotstar

Size:19.13MB

File:APK

Download : Click Hear

Walton Primo HM mini


Walton Primo HM mini - Full Specification

- Operating System: Android 5.0 Lollipop


- Display: 4.5" IPS FWVGA

- Resolution: 854*480

- Processor: 1.3 GHz Quad Core


- GPU: Mali 400

- Battery: 4000 mAh Li-ion

- Camera: 8 MP + 2 MP

- Memory: 1GB RAM & 8GB ROM

- Expandable Memory: Support up to 32 GB

- Dimension: 132 x 66 x 10 mm cube

- Connectivity: 3G, WiFi, Bluetooth, USB, USB OTG

- Sensors: Accelerometer(3D), GPS, AGPS, Light sensor,
Proximity Sensor

- Release Date: Yet to be announced


Price in Bangladesh : Yet to be announced

Saturday 11 April 2015

অবমুক্ত হলো এইচটিসি ওয়ান ই৯প্লাস

অবশেষে এইচটিসি তাদের উচ্চ প্রযুক্তির সর্বশেষ নতুন
ডিভাইস ওয়ান ই৯প্লাস আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত
করেছে। এতে আছে ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে,
মিডিয়া টেক লাইনআপের সবচেয়ে শক্তিশালী চিপ
এমটি৬৭৯৫এম, ৩ গিগাবাইট র্যাম এবং ১৬ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ এবং এর সাথে স্টোরেজ ক্ষমতা
বৃদ্ধি করার জন্য মাইক্রোএসডি কার্ড স্লট। আরো
থাকছে ২০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং সামনে
সংযুক্ত ৪ মেগা পিক্সেল আল্ট্রা পিক্সেল সেলফি
ক্যাম। এতে আছে ২৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার
ব্যাটারী। তবে এইচটিসি ওয়ান ই৯প্লাস শুধুমাত্র
এশিয়ার বাজারেই পাওয়া যাবে।
এইচটিসি’র ওয়ান ই৯প্লাস ও ওয়ান এম৯ এর মধ্যে
পার্থক্য ডিভাইস দুটি তৈরিতে ব্যবহৃত উপাদানে।
এইচটিসি ওয়ান এম৯ যেখানে তৈরি হয়েছে সম্পূর্ণ
অ্যালুমিনিয়ামে সেখানে ওয়ান ই৯প্লাস এ ব্যবহার করা
হয়েছে চকচকে প্লাস্টিক, ঠিক যেমনটি করা হয়েছিল
একই কোম্পানির অন্য একটি জনপ্রিয় ফোন এইচটিসি
ডিজায়ার ৮১৬ এ।
এ ক্ষেত্রে আরেক খবর স্মরণে রাখতে হবে, আর তা হলো
এইচটিসি ই৯প্লাস ও ওয়ান ই৯ একই সাথে বাজারে
আসছে। এ দুটি ফোনের পার্থক্য হলো যে, ওয়ান ই৯ এ
আছে ১০৮০ * ১৯২০-পিক্সেল ডিসপ্লে, ২ গিগাবাইট র্যাম
এবং ১৬ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। আর বাকী সব
একই থাকছে।

Samsung Galaxy S6 edge

Samsung Galaxy S6 edge: Price in Bangladesh & Full
Specification

Price 79900 Tk

Camera 16 Megapixel || Video: Yes, 2160p; Secondary 5 Megapixel

Internet GPRS: Yes || EDGE: Yes, 3G, Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-
band, Wi-Fi Direct, hotspot

FM Radio No

Audio Player MP3, WAV, WMA, eAAC+, FLAC

Video Player MP4, DivX, XviD, WMV, H.264
First Arrival

Memory 32GB Internal, 3GB RAM

Memory Card Slot No

Bluetooth v4.1, A2DP, LE, apt-X

USB microUSB v2.0 (MHL 3 TV-out), USB Host

Infrared Yes

Weight 132 gm

Status Available

Display 5.1" Super AMOLED Capacitive Full Touch (1440px *
2560px)

Talk Time

Stand By

Browser HTML5

Java Yes, via Java MIDP emulator

Other

Features
Android 5.0.2 (Lollipop), Exynos 7420 Quad-core 1.5 GHz
Cortex-A53 & Quad-core 2.1 GHz Cortex-A57 Processor,
Mali-T760 GPU, Non-removable Li-Ion 2600 mAh battery,
Accelerometer, gyro, proximity, compass, barometer, heart
rate, SpO2 sensor, GPS with A-GPS,

সনি আনবে এক্সপেরিয়া জেড৪ আল্ট্রা!

সনি যেন রীতিমতো দুনিয়ার তাবৎ প্রযুক্তি প্রেমী
মানুষের ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আর তারা তা করছে
এক্সপেরিয়া জেড৪ অবমুক্ত করতে কালক্ষেপন করে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আশা করছে গত কয়েকমাস
ধরে অপেক্ষায় থাকা ভক্তকূল জেড৪ বাজারে আসার
সাথে সাথে তা হাতে পেতে হুমড়ি খেয়ে পড়বে। অবশ্য
বিশ্লেষকদের অভিজ্ঞতা বলছে উল্টোটিও হতে পারে।
এ রকম যখন অবস্থা তখন অন্য আরেকটি খবর ভেসে এলো
বাতাসে। শোনা যাচ্ছে সনি শুধু জেড৪ নয়, আরেকটি
ডিভাইসও নিয়ে আসছে বাজারে। গুজব সত্যি হলে সেই
সেটটি হবে ২০১৩ তে বাজারে আসা এক্সপেরিয়া জেড
আল্ট্রার উত্তরসূরী এক্সপেরিয়া জেড৪ আল্ট্রা। যে ছবি
পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে গুজবের ডিভাইসটি
হবে ৬ ইঞ্চির কাছাকাছি আকারের। আবার সেটি হতে
পারে ৬.৪৪ ইঞ্চি আকারের স্ক্রীনযুক্ত।
প্রকৃত ঘটনা যা হোক না কেন কথিত জেড৪ আল্ট্রার
সম্পর্কে আরো জানা গেছে যে, তা চলাবে কোয়ালকম
স্নাপড্রাগন ড্রাগন ৮১০ এসওসি। অন্যদিকে জেড
আল্ট্রাতে চালিয়েছিল স্নাপড্রাগন ৮০০।
অনেকেরই ধারণা সনি চাইছে তাদের লাইনআপ থেকে
স্বল্প মূল্যের ফোনের সংখ্যা কমিয়ে আনতে এবং
বাজারে তাদের মধ্য ও উচ্চ মূল্যের ডিভাইসগুলির
চাহিদা বাড়াতে। তবে এই কৌশল গ্রহনের পেছনের
কারণ বিশ্লেষনে না গিয়ে যা বলা যায় এই কৌশল
তাদের মোবাইল সেকসনের পর্যুদস্ত অবস্থাকেই তুলে
ধরছে মাত্র। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে
৩৮মিলিয়ন ফোন বিক্রি করার প্রত্যাশা করছে। অথচ গত
বছর তারা বিক্রি করেছে এর চেয়ে এক মিলিয়ন বেশি।
তারপরেও আশাবাদী জগত বিখ্যাত জাপানীজ এই
প্রতিষ্ঠান। এখন অপেক্ষা তাদের আশা কতোটা পূরণ হয়
তা দেখার।

Symphony Xplorer H150

Symphony Xplorer H150
Symphony Xplorer H150 - Full Specification

- Operating System: Android 4.4.2 KitKat

- Display: 5.0" IPS HD

- Resolution: 1280*720

- Processor: 1.3 GHz Quad Core

- GPU: Mali 400

- Battery: 4000 mAh Li-Polymar

- Camera: 8 MP + 2 MP

- Memory: 1GB RAM & 8GB ROM

- Expandable Memory: Support up to 32 GB

- Dimension: 144 x 71 x 9.95 mm cube

- Connectivity: 3G, WiFi, Bluetooth, USB, USB OTG

- Sensors: Accelerometer(3D), GPS, AGPS, G-sensor,
Proximity Sensor

- Release Date: Yet to be announced
Price in Bangladesh : Yet to be announced

Symphony Xplorer V60

Symphony Xplorer V60
Symphony Xplorer V60 - Full Specification

- Operating System: Android 4.4.2 KitKat

- Display: 4.5" IPS FWVGA

- Resolution: 854*480

- Processor: 1 GHz Dual Core

- GPU: Mali 400

- Battery: 3000 mAh Li-ion

- Camera: 5 MP + 2 MP

- Memory: 512 MB RAM & 8GB ROM

- Expandable Memory: Support up to 32 GB

- Dimension: 133.64 x 66.6 x 10.8 mm cube

- Connectivity: 3G, WiFi, Bluetooth, USB

- Sensors: Accelerometer(3D), GPS, AGPS, G-sensor,
Proximity Sensor, Light Sensor
- Release Date: Yet to be announced

Price in Bangladesh : Yet to be announced

Wednesday 18 February 2015

Bangla Voice Clock Android App



Name:Bangla Voice Clock

Size:3.78MB

File:APK

Download now

Now Microsoft Office For Android Mobile



Name:Microsoft Office Mobile

Version:15.0.3722.2000

Size:27MB

File:APK'

Download now

Any Share For Android and Share First


Name: Any Share

Category:File Transfer

Size:3.60MB

File:APK

Download now

Play Stor

Android এর জন্য বাংলা ব্যাকরণ

Name:Bangla Bekaron

Category: EDUCATIONAL

Size:1.75 MB

File:APK

Download Now
Play Store

Android Game Prince of Persia

Name:Prince of Persia

Category: Movie Games

Size:1.20MB

File:APK
Download Now

Banglalink দিচ্ছে ৭ জিবি, মিস করবেন না কিন্তু

(আগে পুরো পোস্ট ভালোভাবে পরুন।)
প্রথমে *5000*6*2# ডায়াল
করে ৩জি একটিভ করুন (যদি না করা থাকে)।
তারপর একটি ছোট ৩জি প্যাক
কিনুন 5mb=2.5 tk *5000*1*3*4*1#
এখন *222*1*9# ডায়াল করে বাংলালিংক day
মর্নিং আনলিমিটেড প্যাক
(5-10am) একটিভ করুন (২৩
টাকা কাটবে)। আর আপনার মিশন
শুরু করে দিন।
আমি এই ট্রিক ফলো করে 2 দিনে ৬ -৭
জিবি ডাউনলোড করি। স্পিড ২৫০+kbps all time.
রাত ১২ টার পর প্যাক একটিভ
করলে ২ দিন ব্যবহার
করতে পারবেন. (বি: দ্র: অঞ্চলভেদে স্পিড
কম বেশি থাকতে পারে।)

Monday 16 February 2015

Download google play store paid apps for fully free..[100% working]

Assalamualaikum :)

Do u have an android phone?? then this post will be definitely helpful for u ;)

Some times we see many paid apps on google play store .. which we want to download but we unable to download it because we dont have $ or we dont have any master card :(

But we wish if we can download the apps :(

now your wish can come true :D

You can download all paid apps for fully free ;)

Firstly download the small apps from the link below

Download now

then install it

How it works?
you can simply download all paid apps free .. for an example we have to download a app named High Performance JavaScript

If you wants to download it from google store you need $4.99
Screenshot_2015-02-03-13-28-22.png

now I search with the same name in Blackmart and I find the same app :D
Screenshot_2015-02-03-13-28-32.png
now click on the app and click on install ;)
Screenshot_2015-02-03-13-31-29.png

wow!! its downloading :D :D

by the same way you can download all other paid apps for fully free :)
 

Whats App দিয়ে ফ্রিতে কল করুন

যেভাবে What’s App
দিয়ে ফ্রি কল করবেন !!!!
যা যা লাগবে-
1.whats app latest
2.root explorer
ফোন অবশ্যই রুটেড হতে হবে
এবারে X-plore টি ওপনে করুন
ওপেন করলে data নামের
একটি ফোল্ডার পাবেনসেটাতে ঢুকুন
data নামের
একটি ফোল্ডারে ঢুকলে আবারো একটি data
নামের ফোল্ডার পাবেন
সেটিতে ঢুকুন
এবারে com.whatsapp নামের
একটি ফোল্ডার পাবেন নিচের দিকে
সেটিতে ঢুকুন
ওই ফোল্ডারে ঢুকলে shared_prefs
নামে একটি ফোল্ডার পাবেন
সেটিতে ঢুকুন
ওটাতে ঢুকলে 3 টি ফাইল পাবেন
com.whatsapp_preferences.xml নামের
ফাইল টি ওপেন করুন rb text editor দিয়ে
তারপরে অনেক
লেখা দেখতে পাবেন
এবারে নিচেন কোড গুলো লেখেন
কোড–

all
একটা জিনিস খেয়াল রাখবেন, কোড
গুলো যেনো এর
ভেতরে থাকে
নিচের ছবির মত কোড গুলো দিন
তারপরে সেভ করুন

সুবিধার জন্যে screen short দেখেন
এবার কিন্তু হোয়াসট এ্যপ ওপেন করবেন
না
ফোনের সেটিংস এ যান
তারপরে এ্যপস এ যান
তারপরে হোয়াসট এ্যপ ফোরস ক্লোজ/
স্টপ দিন
এবারে হোয়াসট এ্যপ ওপেন করুন
দেখবেন কল করার অপশন পাবেন
সাথে নম্বরও পাবেন
যাকে ইচ্ছা কল করুন তবে যাকে কল
করবেন তার ফোনেও যেনো এই
সিস্টেম করা থাক ।
কোন ভুল হলে ক্ষমা করে দিবেন ।

OTG ক্যাবল দিয়ে এন্ড্রয়েড ফোনে টিভি দেখুন, মাউস, কীবোর্ড, হার্ড ড্রাইভ ব্যবহার করুন

আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল
আছেন। সবসময় আপনাদের শুভ কামনা করে আমি আজকের
টিউন শুরু করছি।
পোস্টে কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।


বর্তমানে অনেক এন্ড্রয়েড ডিভাইসে OTG
সাপোর্ট করে, তবে অনেক
ব্যবহারকারী জানেন না আসলে কি কাজ
হবে এই OTG দিয়ে! আজ
আমরা জানবো এন্ড্রয়েড ফোনে OTG এর কাজ
কি!



সাধারণত OTG শব্দের পূর্ণ রূপ হল “On The
Go” । অর্থাৎ USB on the go অথবা OTG এর
মানে হল আপনি আপনার
ডিভাইসটিকে ইউএসবি হোস্ট
হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন
ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন।
এছাড়াও OTG কে আরো অনেক ভাবে ব্যবহার
করা যায়।
সর্ব প্রথম OTG কেবল প্রথম দেখা যায়
BlackBerry Device গুলো তে, সাধারণত
ডাটা ট্রান্সফার এর জন্য। দুটি OTG
সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির
সাথে যুক্ত করে অনেক ধরণের কাজ করা হত ওই
সময়। তবে সময়ের সাথে OTG ধারণা এবং এর
কার্যক্ষমতা আরও ব্যাপকভাবে বাড়ানো হলো।
বিশেষ করে Android ভার্সন 3.1 এর পর OTG
Supported ডিভাইস বের করা হলে OTG
গ্রাহক পর্যায়ে দারুণ সাড়া ফেলে।



তবে সব ডিভাইসে কিন্তু OTG সাপোর্ট
করেনা। কারণ কিছু এন্ড্রয়েড ডিভাইসের
প্রসেসর এবং কার্নেল OTG সাপোর্ট
করেনা ফলে ওই সব ডিভাইসে OTG সাপোর্ট
নেয়া সম্ভব নয়। তবে কিছু
পুরোনো ডিভাইসে ভাল হার্ডওয়ার থাকলে এখন
Root করার পর সেগুলি একটু Customize
করে OTG Supported করা যাচ্ছে ( যেমন –
Galaxy S 2 )।
আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের
থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই
করতে পারবেন। OTG সাপোর্ট থাকার
কারণে আপনি পিসি ছাড়াই আপনার
ক্যামেরার ফটোগুলো খুব
সহজে প্রিন্টারে পাঠানো যাবে। এছাড়া কী-
বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব
সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়।

[big]এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ
করতে পারবেন জেনে নিই-[/big]


হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর
বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন
এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট
থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-
বোর্ড, মাউস, হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ
ইত্যাদি যুক্ত করতে পারবেন। আপনার ফোনেই
আপনি ডিশ এবং টিভি দেখতে পারবেন।
আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের
সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন
হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান
তাও পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু
অ্যাপ ব্যবহার করতে হবে, যেমন – USB Host
Controller.


OTG সুবিধা পেতে হলে আপনার প্রয়োজন
হবে একটি ভাল OTG ক্যাবলের।
বর্তমানে বিভিন্ন স্মার্টফোন এক্সেসোরিস
দোকানে এই OTG ক্যাবল পাওয়া যায়।
যেভাবে বুঝবেন আপনার ডিভাইস OTG
সাপোর্ট করে কিনা-
আপনার ডিভাইসটি OTG সাপোর্টেড
কিনা তা জানার জন্য ডিভাইসটির
স্পেসিফিকেশন চেক করাই যথেষ্ট।

[big]যেভাবে বুঝবেন আপনার ডিভাইস OTG
সাপোর্ট করে কিনা-[/big]

[b]Sony Xperia Z, ZL, Z Ultra, Z1, Z2
Samsung Galaxy S2, S3, S4,S5
LG Optimus , G2 , G3
HTC One, One mini, One max
Google Nexus 5, Google Nexus 7
Walton Primo H2, Walpad 7 , Walpad 8 ,
Walpad 8b , ZX সহ আরও অনেক ডিভাইস।[/b]

তো জেনে নিলেন তো OTG
দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন?
আপনার এন্ড্রয়েড ফোনের বিষয়ে আরও নানান
তথ্য এবং টিউটোরিয়াল জানতে TrickBD এর
সাথেই থাকুন।