Monday 8 June 2015

Samsung Galaxy Tab S2 (গ্যালাক্সি ট্যাব এস২-এর কেসের ছবি প্রকাশিত!)



স্যামসাং এর সবচেয়ে নামকরা ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব
এস এর পরবর্তী সংস্করণ হিসেবে এরই মধ্যে গ্যালাক্সি ট্যাব
এস২ নাম শোনা যাচ্ছে। শুরু থেকেই এই ট্যাবলেটের বিষয়ে
গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আর সেই
আগ্রহকে আরো বেশি উসকে দিচ্ছে প্রতিনিয়ত ডিভাইসটি
সম্পর্কে প্রকাশিত নানা ধরণের গুজব। তবে এবার শুধু শোনা
নয়, গ্যালাক্সি এস২ এর কেসেরও অসমর্থিত ছবিও দেখা
যাচ্ছে। সেই ছবি থেকে অনুমিত হচ্ছে যে, নতুন ট্যাবলেটটি
অনেকটাই গ্যালাক্সি এস৬ এর ডিজাইনের মতোই হবে।
কেস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির দেয়া তথ্য থেকে ধারণা
করা হচ্ছে গ্যালাক্সি ট্যাব এস২ এর পেছনের কাভারটিও হবে
বিশেষ মানের। প্রাপ্ত ছবিতে ২ টি ভিন্ন আকারের কেসের
তথ্য পাওয়া গেছে। বড় কাভারের আকার হবে লম্বায় ৯.৭
ইঞ্চি, ছোটটি হবে ৮ ইঞ্চি আকারের। এ থেকে মনে হচ্ছে
দু’টি ভিন্ন আকারের ট্যাব বাজারে ছাড়বে স্যামসাং।
আশা করা হচ্ছে আগামী জুন নাগাদ এ ট্যাবলেটটি গ্রাহকের
হাতের নাগালে চলে আসবে। এস২-এ ১৫৩৬ * ২০৪৮ পিক্সেল
রেজ্যুলুশনের ডিসপ্লে থাকবে। স্যামসাং এর নিজেদের
তৈরি এক্সিনস চিপসেট এতে ব্যবহার করা হবে যার সাথে
থাকবে একটি অক্টা-কোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম ও ৩২
গিগাবাইট স্টোরেজ ক্ষমতা। ট্যাবলেটটিতে চলবে
অ্যান্ডয়েড ৫.০২ ললিপপ।

No comments:

Post a Comment