Monday 8 June 2015

আসুস ঘোষণা করল জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাড ট্যাবলেট

সম্প্রতি তাইপে’র কম্পিউটেক্সে যে শুধ জেনফোন সেলফি’র ই
ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আসুস একসাথে তাদের
নতুন জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাডের
ট্যাবলেটেরও ঘোষণা দিয়েছে।
জেনওয়াচ ২ : দু’টি ভিন্ন আকারে আসছে এই জেনওয়াচ২ - ৩৭
মিমি ও ৪১ মিমি আকারের ঘড়ি দুটিতে থাকবে যথাক্রমে ১৮
মিমি ও ২২ মিমি আকারের স্ট্র্যাপ। তিনটি রঙে স্টেইনলেস
স্টিল ফিনিশে পাওয়া যাবে এ ঘড়ি। এর মধ্যে আছে রুপালি,
গান মেটাল ও গোলাপ আভাসমৃদ্ধ সোনালী রঙ। ঘড়ির
ব্যান্ডের উপাদান ও রঙে আছে নানান বৈচিত্র্য। রাবারের
তৈরি ব্যান্ড পাওয়া যাবে নীল, কমলা, লাল এবং হালকা
বাদামী রঙে। আর চামড়ার ব্যান্ডের রঙ হবে খাকি, খয়েরী,
ধূসর, নীল ও কমলা। শুধু তাই নয়, এর সাথে আছে স্টেইনলেস
স্টিল এর ব্রেসলেট। এই ব্রেসলেটেও পাওয়া যাবে রুপালি,
গান মেটাল এবং গোলাপ আভার সোনালী রঙে। আরো
আরেকটি ধরণের ব্যান্ড থাকবে এই ঘড়িতে- চামড়ার স্ট্র্যাপে
থাকবে হীরক ও সারোভস্কি ক্রিস্টাল।
জেনওয়াচ ২ আরো অনেক না জানা বৈশিষ্ট্যের পাশাপাশি
এর চার্জার হচ্ছে ম্যাগনেটিক যা অনেকক্ষণ বেশি সময়
চার্জ ধরে রাখতে পারবে।
জেনপ্যাড : এছাড়াও আসছে আসুসের ৪টি জেনপ্যাড
ট্যাবলেট।৭ ইঞ্চি আকারের জেনপ্যাড৭, ৮ইঞ্চি আকারের
জেনপ্যাড৮ ও জেড স্টাইলাস বিকল্পসহ জেনপ্যাড এস ৮.০
এবং কিবোর্ডের বিকল্পসহ ১০ ইঞ্চি আকারের
জেনপ্যাড১০.১। আসুস ৪টি প্যাডের কথা উল্লেখ করলেও
কেবলমাত্র জেনপ্যাড এস ৮.০ এর বিস্তারিত বর্ণনা করেছে।
জেনপ্যাড এস ৮.০ একটি ৮ ইঞ্চি আকারের ২০৪৮ * ১৫৩৬
রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লের ট্যাবলেট। এতে আছে ৬৪-
বিটের ইন্টেল অ্যাটম জেড৩৫৮০ প্রোসেসর এবং ৪ গিগাবাইট
র্যাম। একে ধাতব রঙে রাঙান হয়েছে যার প্রান্ত ঘিরে আছে
একটি উজ্জ্বল রুপালি লাইন। ট্যাবলটটি ৬.৬মিমি পুরু এবং এর
ওজন ২৯৮ গ্রাম। জেনপ্যাড এস ৮.০ চাইলে জেড স্টাইলাস
বিকল্পসহযোগেও পাওয়া যেতে পারে যাতে আছে ১০২৪
স্তরের চাপ স্পর্শকাতরতা এবং ১.২ মিমি রাইটিং টিপ।
তবে উক্ত সম্মেলনে ঘড়ি বা ট্যাবলেটের দাম সম্পর্কে আসুস
কোন তথ্য উপস্থাপন করে নি।

No comments:

Post a Comment