Monday 8 June 2015

আসুস নিয়ে আসছে নতুন ফোন জেনফোন সেলফি



সম্প্রতি তাইওয়ানের তাইপের কম্পিউটেক্সে আসুস তাদের
নতুন স্মার্টফোন জেনফোন সেলফি’র ঘোষণা দিয়েছে।
আসুসের এর আগের স্মার্টফোন জেনফোন ২ তে বেশ কিছু
সীমাবদ্ধতা ছিল। তবে গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য
নির্ধারণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি সুলভ ফ্ল্যাগশীপ
জেনফোন সেলফি নিয়ে আবারো বাজারে আসছে।
আসুসের জেনফোন সেলফি ঠিক এইচটিসি’র ডিজায়ার আই এর
অনুরূপ বলে খবরে প্রকাশ পেয়েছে। এইচটিসি যেমন একটি ১৩
মেগা পিক্সেল ক্যামেরা যোগ করে তাদের আগের
স্মার্টফোন ওয়ান এম৮ কে নতুন নাম দিয়ে বাজারে এনেছিল
ঠিক তেমনটিই করছে আসুস। জেনফোন সেলফিও আসুসের নতুন
কোন বিশেষ ফোন নয়, এটি মূলতঃ বিশেষ ক্যামেরা সংযুক্ত
তাদের পূর্ববর্তী ফোন - জেনফোন২। জেনফোন সেলফির
বৈশিষ্ট্য উল্লেখিত নথিতে দেখা যায় ফোনটি চালাবে
একটি কোয়াড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৬১৫। এর র্যাম
কতো হবে তা স্পষ্ট করে জানা না গেলেও এ ফোন যে
একজোড়া ১৩ মেগাপিক্সেল ১/৩.২ ইঞ্চি তোশিবা ক্যামেরা
নিয়ে আসছে তা নিশ্চিত। জেনফোন সেলফি তে আছে ৫.৫
ইঞ্চি ১০৮০ রেজ্যুলুশনের আইপিএস এলসিডি স্ক্রিন ও
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০।
জেনফোন সেলফি আসবে ৭টি ভিন্ন ভিন্ন রঙে। এ রঙগুলি হল
সাদা, গোলাপি, নীল এবং ধাতব কাল, লাল, সোনালী ও ধূসর।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসুস তার জেনফোন সেলফি
শুধুমাত্র এশিয়ার বাজারের জন্যই প্রস্তুত করছে। কিন্তু
আসুসের নিজ দেশ তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী এইচটিসি
যেহেতু তার ডিজায়ার আই নিয়ে আমেরিকার গ্রাহকদের
কাছেও গিয়েছিল তাই সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা করতে
হলে আসুসকেও তাদের বাজারের পরিসর বাড়াতে হবে।

No comments:

Post a Comment