Saturday 11 April 2015

সনি আনবে এক্সপেরিয়া জেড৪ আল্ট্রা!

সনি যেন রীতিমতো দুনিয়ার তাবৎ প্রযুক্তি প্রেমী
মানুষের ধৈর্য পরীক্ষা নিচ্ছে। আর তারা তা করছে
এক্সপেরিয়া জেড৪ অবমুক্ত করতে কালক্ষেপন করে।
প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি আশা করছে গত কয়েকমাস
ধরে অপেক্ষায় থাকা ভক্তকূল জেড৪ বাজারে আসার
সাথে সাথে তা হাতে পেতে হুমড়ি খেয়ে পড়বে। অবশ্য
বিশ্লেষকদের অভিজ্ঞতা বলছে উল্টোটিও হতে পারে।
এ রকম যখন অবস্থা তখন অন্য আরেকটি খবর ভেসে এলো
বাতাসে। শোনা যাচ্ছে সনি শুধু জেড৪ নয়, আরেকটি
ডিভাইসও নিয়ে আসছে বাজারে। গুজব সত্যি হলে সেই
সেটটি হবে ২০১৩ তে বাজারে আসা এক্সপেরিয়া জেড
আল্ট্রার উত্তরসূরী এক্সপেরিয়া জেড৪ আল্ট্রা। যে ছবি
পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে গুজবের ডিভাইসটি
হবে ৬ ইঞ্চির কাছাকাছি আকারের। আবার সেটি হতে
পারে ৬.৪৪ ইঞ্চি আকারের স্ক্রীনযুক্ত।
প্রকৃত ঘটনা যা হোক না কেন কথিত জেড৪ আল্ট্রার
সম্পর্কে আরো জানা গেছে যে, তা চলাবে কোয়ালকম
স্নাপড্রাগন ড্রাগন ৮১০ এসওসি। অন্যদিকে জেড
আল্ট্রাতে চালিয়েছিল স্নাপড্রাগন ৮০০।
অনেকেরই ধারণা সনি চাইছে তাদের লাইনআপ থেকে
স্বল্প মূল্যের ফোনের সংখ্যা কমিয়ে আনতে এবং
বাজারে তাদের মধ্য ও উচ্চ মূল্যের ডিভাইসগুলির
চাহিদা বাড়াতে। তবে এই কৌশল গ্রহনের পেছনের
কারণ বিশ্লেষনে না গিয়ে যা বলা যায় এই কৌশল
তাদের মোবাইল সেকসনের পর্যুদস্ত অবস্থাকেই তুলে
ধরছে মাত্র। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৫ সালে
৩৮মিলিয়ন ফোন বিক্রি করার প্রত্যাশা করছে। অথচ গত
বছর তারা বিক্রি করেছে এর চেয়ে এক মিলিয়ন বেশি।
তারপরেও আশাবাদী জগত বিখ্যাত জাপানীজ এই
প্রতিষ্ঠান। এখন অপেক্ষা তাদের আশা কতোটা পূরণ হয়
তা দেখার।

No comments:

Post a Comment