Sunday 5 March 2017

কিভাবে ৩৬০ ডিগ্রি ছবি তুলবেন

Monday 8 June 2015

Samsung Z1 number one smartphone of Bangladesh

২০১৫ এর প্রথম তিন মাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
স্যামসাং জেড১ বাংলাদেশের স্মার্টফোনের এক নম্বর
মডেল হিসাবে নির্বাচিত। টাইজেন চালিত জেড১ নিয়ে
স্যামসাং আবারও বাংলাদেশের বাজার জয় করেছে।
বাজার গবেষণা বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট এ তথ্য
দিয়েছে। যদিও এখনো বাংলাদেশের স্মার্টফোন বাজারে
এক নম্বর আসনটি দখল করে আছে সিম্ফনী । ২০১৫ এর শুরুর তিন
মাসে মোট বিক্রিত মোবাইল ফোনের ৩৬.৬% এবং বিক্রিত
মোট স্মার্টফোনের ৩৮% সিম্ফনী বিক্রয় করেছে। কিন্তু
তারপরেও স্যামসাং এর জেড১ বাংলাদেশের শীর্ষ
স্মার্টফোন মডেল হিসেবে নির্বাচিত হয়েছে। বিষয়টি
সত্যিই দৃষ্টি কাড়ার মতো কারণ সিম্ফনী স্মার্টফোন বিক্রি
হয় কমবেশি ৪০০০ থেকে ৫০০০ টাকায় অন্যদিকে স্যামসাং
এর জেড১ এর মূল্য ৬৯০০ টাকা।
স্যামসাং ইন্ডিয়া এ সম্পাহের শুরুতে জানিয়েছে যে, এ
পর্যন্ত ইন্ডিয়ায় টাইজেন ওএস চালানো জেড১ ফোন সেটটি
বিক্রি হয়েছে ৫ লাখ। অবশ্য উচ্চ প্রযুক্তির গ্যালাক্সি এস৬
বিক্রি যেখানে ১০ মিলিয়নের বেশি সেখানে ৫ লাখ কোন
বড় অংকের সংখ্যা নয়।
বাংলাদেশের প্রেক্ষিতে এ বছর প্রথম কোয়ার্টারে
স্যামসাং বিক্রি করেছে মোট ফোনের শতকরা ৭.২ ভাগ এবং
স্মার্টফোন বিক্রিয়ের পরিমাণ ছিল শতকরা ২৩.৪ ভাগ। ফলে
এই কোরীয় ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশের
ফোনের বাজারের ২য় স্থান দখল করেছে। এতোদিন মানুষের
ধারণা ছিল যে, সবচেয়ে কম মূল্যের ফোনই বাজারে বেশি
বিক্রি হয় তবে স্যামসাং তার জেড১ বিক্রির সংখ্যা দিয়ে
সে ধারণাকে ভুল প্রমানিত করেছে।

সনি আগামী মাসে বাজারে আনছে লেভেন্ডার নামের একটি ফোন




সনি নতুন একটি হ্যান্ডসেট বাজারে আনছে। সনি ল্যাভেন্ডার
নামের এই ফোনের সামনের ও পেছনের দুটি ক্যামেরাই হবে
১৩ মেগা পিক্সেল। ক্যামেরায় আরো থাকবে এলইডি ফ্ল্যাশ
এবং সনির নিজস্ব আইএমএক্স২১৪ সেন্সর। বর্তমান বিশ্বের
সেলফি-পাগল মোবাইলফোন ব্যবহারকারীদের কাছে এ ফোন
যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে সনির ঘনিষ্ঠজনেরা জানাচ্ছে
যে, এখন ফোনটি প্রস্তুত করা হচ্ছে এবং তা আগামী মাসেই
বিভিন্ন বাজারে পাওয়া যাবে। যে কোন সময়ে হবে সনি
ল্যাভেন্ডারের অবমুক্তি ঘোষণা করা হবে। যদিও ফোনটি
সম্পর্কে হাওয়ায় এ জাতীয় নানান তথ্য ভাসে বেড়াচ্ছে, তবে
এখনো সনি এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলে নি।
লেভেন্ডারের স্ক্রীনের আকার হবে ৫.৫ ইঞ্চির চেয়ে বড়, এর
রেজ্যুলুশন হবে ১০৮০ * ১৯২০। এটি চালাবে ৬৪-বিটের
মিডিয়াটেক এমটি৬৭৫২ এসওসি। এই চিপসেটে আছে একটি
অক্টা-কোর ১.৭ গিগাহার্টজ সিপিইউ এবং মালি-টি৭৬০
জিপিইউ। ফোনটিতে নাকি আছে ২ গিগাবাইট র্যাম।
অ্যান্ড্রয়েড ৫.০ সংযুক্ত সনি লেভেন্ডারের ডুয়েল সিম
সংস্করণও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে।
ফোনটির মডেল নম্বর হবে ই৫৫০৩। প্রস্তুতকারী প্রতিষ্ঠান
সনি ফোনটির মূল্য মধ্য থেকে শুরু করে উচ্চ মূল্য সীমার মধ্যেই
সীমাবদ্ধ রাখাবে এমনইটাই আশা করা হচ্ছে ।

ভক্তদের তুষ্ট করতে গ্রীষ্ম শেষে আসছে সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস



যখন জানা গেল এক্সপেরিয়া জেড৪ শুধুমাত্র জাপানেই
বিক্রি হবে তখন সনি মোবাইলফোন ভক্তরা ভীষণ রকম হতাশ
হয়েছিলেন। তবে গতকাল সকালে সনির ঘোষণা ভক্তদের
মনের ক্ষোভ অনেকাংশে লাঘব করল। কারণ ঘোষণায়
জাপানের বিখ্যাত প্রযুক্তিপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি
জানিয়েছে যে, সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস সারা
পৃথিবীর বাজারেই পাওয়া যাবে। নতুন মডেলের এই ফোনটি
অনেক দিক থেকেই সনি এক্সপেরিয়া জেড৩ এর মতোই,
বিশেষ করে এর ৫.২ ইঞ্চি, ১০৮০ * ১৯২০ রেজ্যুলুশনের স্ক্রীন।
এক্সপেরিয়া জেড৩ প্লাসে শক্তি সরবরাহ করছে ৬৪-বিটের
স্নাপড্রাগন ৮১০ এসওসি, এতে আছে একটি অক্টা-কোর
সিপিইউ এবং অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ। এতে আরো আছে
৩গিগাবাইট র্যাম, এর পেছনভাগের ক্যামেরাটি ২০.৭ মেগা
পিক্সেল, ঠিক যেমনটি ছিল এক্সপেরিয়া জেড৩ ফোনটিতে।
নতুন ফোনটিতে এখনো কোন ওআইএস সংযুক্ত হয়নি। তবে এর
সামনের ক্যামেরাটি আগের মডেল থেকে উন্নত হয়েছে, ২
মেগা পিক্সেল থেকে হয়েছে ৫ মেগা পিক্সেল যা ভালো
মানের সেলফি তোলার জন্য সহায়ক হবে। তবে ব্যাটারীর
ক্ষমতা কমানো হয়েছে, ৩১০০ থেকে কমিয়ে এবার ব্যবহার
করা হয়েছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।
ফোনের পুরুত্ব ৭.৩ মিমি থেকে কমিয়ে ৬.৯মিমি করার জন্যেই
এমনটি করা হয়েছে।
ধূলা ও পানিরোধী নতুন ফোনটিতে আছে আইপি ৬৫/৬৮
রেটিং। অর্থাৎ ফোনটিকে ৩ মিটার বা ৯.৮ ফুট পানির নীচে
ডুবিয়ে রাখলেও তাতে পানি প্রবেশ করবে না এবং ফোনটি
সচল থাকবে।
আশা করা হচ্ছে সনি এক্সপেরিয়া জেড৩ প্লাস এ গ্রীষ্মের
শেষ ভাগে গ্রাহকের হাতে পৌঁছাবে। অবশ্য মূল্যটি কত হবে
তা এখনো জানা যায় নি।হয়তো জেড৩ অবমুক্ত হলে যেমন
দামে পাওয়া গেছে এ ফোনটির দামও তার কাছা কাছি কিছু
একটু হবে। কারণ হিসেবে বলা যায় এ নতুন ফোনটি আসছে সনি
ভক্তদের তুষ্টির জন্যে।

Samsung Galaxy Tab S2 (গ্যালাক্সি ট্যাব এস২-এর কেসের ছবি প্রকাশিত!)



স্যামসাং এর সবচেয়ে নামকরা ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব
এস এর পরবর্তী সংস্করণ হিসেবে এরই মধ্যে গ্যালাক্সি ট্যাব
এস২ নাম শোনা যাচ্ছে। শুরু থেকেই এই ট্যাবলেটের বিষয়ে
গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আর সেই
আগ্রহকে আরো বেশি উসকে দিচ্ছে প্রতিনিয়ত ডিভাইসটি
সম্পর্কে প্রকাশিত নানা ধরণের গুজব। তবে এবার শুধু শোনা
নয়, গ্যালাক্সি এস২ এর কেসেরও অসমর্থিত ছবিও দেখা
যাচ্ছে। সেই ছবি থেকে অনুমিত হচ্ছে যে, নতুন ট্যাবলেটটি
অনেকটাই গ্যালাক্সি এস৬ এর ডিজাইনের মতোই হবে।
কেস প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির দেয়া তথ্য থেকে ধারণা
করা হচ্ছে গ্যালাক্সি ট্যাব এস২ এর পেছনের কাভারটিও হবে
বিশেষ মানের। প্রাপ্ত ছবিতে ২ টি ভিন্ন আকারের কেসের
তথ্য পাওয়া গেছে। বড় কাভারের আকার হবে লম্বায় ৯.৭
ইঞ্চি, ছোটটি হবে ৮ ইঞ্চি আকারের। এ থেকে মনে হচ্ছে
দু’টি ভিন্ন আকারের ট্যাব বাজারে ছাড়বে স্যামসাং।
আশা করা হচ্ছে আগামী জুন নাগাদ এ ট্যাবলেটটি গ্রাহকের
হাতের নাগালে চলে আসবে। এস২-এ ১৫৩৬ * ২০৪৮ পিক্সেল
রেজ্যুলুশনের ডিসপ্লে থাকবে। স্যামসাং এর নিজেদের
তৈরি এক্সিনস চিপসেট এতে ব্যবহার করা হবে যার সাথে
থাকবে একটি অক্টা-কোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম ও ৩২
গিগাবাইট স্টোরেজ ক্ষমতা। ট্যাবলেটটিতে চলবে
অ্যান্ডয়েড ৫.০২ ললিপপ।

আসুস নিয়ে আসছে নতুন ফোন জেনফোন সেলফি



সম্প্রতি তাইওয়ানের তাইপের কম্পিউটেক্সে আসুস তাদের
নতুন স্মার্টফোন জেনফোন সেলফি’র ঘোষণা দিয়েছে।
আসুসের এর আগের স্মার্টফোন জেনফোন ২ তে বেশ কিছু
সীমাবদ্ধতা ছিল। তবে গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য
নির্ধারণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি সুলভ ফ্ল্যাগশীপ
জেনফোন সেলফি নিয়ে আবারো বাজারে আসছে।
আসুসের জেনফোন সেলফি ঠিক এইচটিসি’র ডিজায়ার আই এর
অনুরূপ বলে খবরে প্রকাশ পেয়েছে। এইচটিসি যেমন একটি ১৩
মেগা পিক্সেল ক্যামেরা যোগ করে তাদের আগের
স্মার্টফোন ওয়ান এম৮ কে নতুন নাম দিয়ে বাজারে এনেছিল
ঠিক তেমনটিই করছে আসুস। জেনফোন সেলফিও আসুসের নতুন
কোন বিশেষ ফোন নয়, এটি মূলতঃ বিশেষ ক্যামেরা সংযুক্ত
তাদের পূর্ববর্তী ফোন - জেনফোন২। জেনফোন সেলফির
বৈশিষ্ট্য উল্লেখিত নথিতে দেখা যায় ফোনটি চালাবে
একটি কোয়াড-কোর কোয়ালকম স্নাপড্রাগন ৬১৫। এর র্যাম
কতো হবে তা স্পষ্ট করে জানা না গেলেও এ ফোন যে
একজোড়া ১৩ মেগাপিক্সেল ১/৩.২ ইঞ্চি তোশিবা ক্যামেরা
নিয়ে আসছে তা নিশ্চিত। জেনফোন সেলফি তে আছে ৫.৫
ইঞ্চি ১০৮০ রেজ্যুলুশনের আইপিএস এলসিডি স্ক্রিন ও
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০।
জেনফোন সেলফি আসবে ৭টি ভিন্ন ভিন্ন রঙে। এ রঙগুলি হল
সাদা, গোলাপি, নীল এবং ধাতব কাল, লাল, সোনালী ও ধূসর।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসুস তার জেনফোন সেলফি
শুধুমাত্র এশিয়ার বাজারের জন্যই প্রস্তুত করছে। কিন্তু
আসুসের নিজ দেশ তাইওয়ানের প্রতিদ্বন্দ্বী এইচটিসি
যেহেতু তার ডিজায়ার আই নিয়ে আমেরিকার গ্রাহকদের
কাছেও গিয়েছিল তাই সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা করতে
হলে আসুসকেও তাদের বাজারের পরিসর বাড়াতে হবে।

আসুস ঘোষণা করল জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাড ট্যাবলেট

সম্প্রতি তাইপে’র কম্পিউটেক্সে যে শুধ জেনফোন সেলফি’র ই
ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আসুস একসাথে তাদের
নতুন জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাডের
ট্যাবলেটেরও ঘোষণা দিয়েছে।
জেনওয়াচ ২ : দু’টি ভিন্ন আকারে আসছে এই জেনওয়াচ২ - ৩৭
মিমি ও ৪১ মিমি আকারের ঘড়ি দুটিতে থাকবে যথাক্রমে ১৮
মিমি ও ২২ মিমি আকারের স্ট্র্যাপ। তিনটি রঙে স্টেইনলেস
স্টিল ফিনিশে পাওয়া যাবে এ ঘড়ি। এর মধ্যে আছে রুপালি,
গান মেটাল ও গোলাপ আভাসমৃদ্ধ সোনালী রঙ। ঘড়ির
ব্যান্ডের উপাদান ও রঙে আছে নানান বৈচিত্র্য। রাবারের
তৈরি ব্যান্ড পাওয়া যাবে নীল, কমলা, লাল এবং হালকা
বাদামী রঙে। আর চামড়ার ব্যান্ডের রঙ হবে খাকি, খয়েরী,
ধূসর, নীল ও কমলা। শুধু তাই নয়, এর সাথে আছে স্টেইনলেস
স্টিল এর ব্রেসলেট। এই ব্রেসলেটেও পাওয়া যাবে রুপালি,
গান মেটাল এবং গোলাপ আভার সোনালী রঙে। আরো
আরেকটি ধরণের ব্যান্ড থাকবে এই ঘড়িতে- চামড়ার স্ট্র্যাপে
থাকবে হীরক ও সারোভস্কি ক্রিস্টাল।
জেনওয়াচ ২ আরো অনেক না জানা বৈশিষ্ট্যের পাশাপাশি
এর চার্জার হচ্ছে ম্যাগনেটিক যা অনেকক্ষণ বেশি সময়
চার্জ ধরে রাখতে পারবে।
জেনপ্যাড : এছাড়াও আসছে আসুসের ৪টি জেনপ্যাড
ট্যাবলেট।৭ ইঞ্চি আকারের জেনপ্যাড৭, ৮ইঞ্চি আকারের
জেনপ্যাড৮ ও জেড স্টাইলাস বিকল্পসহ জেনপ্যাড এস ৮.০
এবং কিবোর্ডের বিকল্পসহ ১০ ইঞ্চি আকারের
জেনপ্যাড১০.১। আসুস ৪টি প্যাডের কথা উল্লেখ করলেও
কেবলমাত্র জেনপ্যাড এস ৮.০ এর বিস্তারিত বর্ণনা করেছে।
জেনপ্যাড এস ৮.০ একটি ৮ ইঞ্চি আকারের ২০৪৮ * ১৫৩৬
রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লের ট্যাবলেট। এতে আছে ৬৪-
বিটের ইন্টেল অ্যাটম জেড৩৫৮০ প্রোসেসর এবং ৪ গিগাবাইট
র্যাম। একে ধাতব রঙে রাঙান হয়েছে যার প্রান্ত ঘিরে আছে
একটি উজ্জ্বল রুপালি লাইন। ট্যাবলটটি ৬.৬মিমি পুরু এবং এর
ওজন ২৯৮ গ্রাম। জেনপ্যাড এস ৮.০ চাইলে জেড স্টাইলাস
বিকল্পসহযোগেও পাওয়া যেতে পারে যাতে আছে ১০২৪
স্তরের চাপ স্পর্শকাতরতা এবং ১.২ মিমি রাইটিং টিপ।
তবে উক্ত সম্মেলনে ঘড়ি বা ট্যাবলেটের দাম সম্পর্কে আসুস
কোন তথ্য উপস্থাপন করে নি।